Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক ও অর্থনৈতিক

বেলাইচন্ডি ইউনিয়নের পশ্চিমে চিরিরবন্দর উপজেলা, পূর্বে বদরগঞ্জ উপজেলা, উত্তরে সৈয়দপুর উপজেলা. দক্ষিনে পার্বতীপুর উপজেলা। অত্র ইউনিয়নে ধান, পাট, গম, ভুট্টা, আলু এবং অন্যান্য সবজি চাষাবাদ করা হয়। এই ইউনিয়নের ৭০ ভাগ জনগণ কৃষিজীবী। ইউনিয়নের মধ্য দিয়ে রেলপথ এবং সড়কপথে দেশের সকল স্থানে যাতায়াত করা হয়। ইউনিয়নের মধ্য দিয়ে খড়খড়িয়া নদী প্রবাহিত।

 

ইউনিয়নের উল্লেখযোগ্য হাট বাজার  ৮টি। 

বেনির হাট, ক্যানেল বাজার, চাকলা হাট , বেলাইচন্ডি বাসষ্ট্যান্ড, জাকেরগঞ্জ হাট, সুন্দরপীর হাট, দেলদেলা হাট, গোপালগঞ্জ হাট