আসসালামু আলাইকুম ও আদাব। ১নং বেলাইচন্ডি ইউনিয়নে আপনাকে স্বাগতম। এই ইউনিয়নের আয়তন প্রায় ৩৮.৯৬ বর্গ কিলোমিটার। এটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় অবস্থিত। এর উত্তরে রয়েছে ১নং বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ; যেটি সৈয়দপুর উপজেলার নীলফামারী জেলার অধীনে আর দক্ষিনে পার্বতীপুরের ২নং মম্মথপুর ইউনিয়ন পরিষদ এবং পূর্বে বাঙ্গালীপুর ইউনিয়নের সীমানা যেটিও সৈয়দপুর উপজেলার অধীনে আর পশ্চিমে রয়েছে ৪নং ইসবপুর ইউনিয়ন যা কিনা চিরিরবন্দর থানার দিনাজপুর জেলার অধীনে।
বাংলাদেশের ইতিহাসে লিপিবদ্ধ “অচীন বৃক্ষ” কিন্তু আমাদের বেলাইচন্ডি ইউনিয়নেই রয়েছে। এর বর্তমান জনসংখ্যা প্রায় ৪৮১৪৭জন। পুরুষঃ ২৪৫১৮জন এবং মহিলাঃ ২৩৬২৯জন।
১নং বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদ এর মাঝ দিয়ে বয়ে গেছে ৪টি নদী। নদীগুলো হলোঃ করতোয়া,আত্রাই,খরখরিয়া ও ছোট পদ্মা। এছাড়াও রয়েছে প্রায় ২৫টি বিল।যার নামগুলো অত্যন্ত চমৎকার। যেমনঃ বখতিয়ার বিল, নীলপুকুর বিল, ফুলবাবড়িয়া বীল, নয়মোল্লা বিল, ধুলডাং বিল, কোদালধোয়া বিল, সোনাপুকুর বিল, কালাহার বিল, খয়াপুকুর বিল, বাদ দিঘি বিল, মলাম পুকুর বিল, বেধ পুকুর বিল, হাসরাঙ্গা বিল, বামন পুকুর বিল, এছাড়াও রয়েছে গলাকাটা, নিলজি, উছুল পুকুর, বালার খাল ইত্যাদি। হাটবাজারও কম নয়। আরও আছে দৃষ্টিনন্দিত দর্শনীয় স্থান সমূহ। যেমনঃ রংধনু পার্ক, ভীরাট রাজার মন্দির, অচিন বৃক্ষ। আরো আছে দৃষ্টি নন্দিত সনাতন ধর্মাবলম্বিদের মন্দির সমূহ।শিক্ষা প্রতিষ্ঠান ও কম নয়। প্রাইমারী ১৯টি,হাই স্কুল ১২টি,কলেজ ১টি,মাদ্রাসা ২৮টি। অত্র ইউনয়নে এনজিওর সংখ্যা ২টি ব্র্যাক এবং গ্রামীন ব্যাংক। মসজিদ রয়েছে ৮৭টি, মন্দির ৩৩টি,ঈদগাহ ৩২টি,বড় বড় কবরস্থান ৪২টি। খেলাধুলার দিক দিয়েও কম নয়।পুরো ইউনিয়ন জুরে গড়ে উঠেছে ছোট বড় ক্রীড়া সংগঠন। যার সংখ্যা শুনলেও অবাক হওয়ার কথা। ২৮টি।সাংস্কৃতির কথা না বললেও নয়। ইউনিয়ন জুরে রয়েছে ১০টি সাংস্কৃতিক সংগঠন।বিভিন্ন পেশার মানুষ অত্র ইউনিয়ন জুরে সুখে শান্তিতে বাস করছে।তারাও আবার গড়ে তুলেছে ৪টি পেশাজীবী সংগঠন। সৃষ্টিকর্তা যেন অপার মহিমা দিয়ে প্রস্ফটিত করে তুলেছে আমাদের বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদ। সকলের সুখ ,সমৃদ্ধি ,শান্তি কামনায় ইতি টানতে হচ্ছে।
ধন্যবাদ
চেয়ারম্যান
১ নং বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদ
পার্বতীপুর,দিনাজপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস