Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভাসূমহ

 

মে/২০২৩ সভার রেজুলেশন

          

উপস্থিত সদস্যবৃন্দের নাম স্বাক্ষর

ক্র:নং

সদস্যগনের নাম

পদবী

উপাধী

স্বাক্ষর

কৃষিবিদ নূর মোহাম্মদ রাজা

চেয়ারম্যান

সভাপতি

স্বাক্ষরিত

মোছাঃ ‍শিরিন আখতার

সদস্য

সদস্য

স্বাক্ষরিত

মোছাঃ লাভলী বেগম

সদস্য

সদস্য

স্বাক্ষরিত

মোছাঃ কল্পনা বেগম

সদস্য

সদস্য

স্বাক্ষরিত

মোঃ শাহ্ আলম

সদস্য

সদস্য

স্বাক্ষরিত

মোঃ ওবায়দুল বানিয়া

সদস্য

সদস্য

স্বাক্ষরিত

মোঃ শুকারু চৌধুরী

সদস্য

সদস্য

স্বাক্ষরিত

মোঃ মোকছেদুল হক

সদস্য

সদস্য

স্বাক্ষরিত

শ্রী রবিন্দ্র দেবনাথ

সদস্য

সদস্য

স্বাক্ষরিত

১০

মোঃ মিন্টু রহমান

সদস্য

সদস্য

স্বাক্ষরিত

১১

মোঃ আজিজার রহমান

সদস্য

সদস্য

স্বাক্ষরিত

১২

মোঃ মনোয়ার হোসেন

সদস্য

সদস্য

স্বাক্ষরিত

১৩

বিকাশ চন্দ্র সরকার

সদস্য

সদস্য

স্বাক্ষরিত

১৪

মোঃ শফিক আলম

সদস্য সচিব

সদস্য সচিব

স্বাক্ষরিত

 

আলোচ্য বিষয়ঃ

১। গত মাসের সভার সিদ্ধান্ত সমূহ পঠন ও অনুমোদন।

২। ২০২২-২০২৩ অর্থ বছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের ১ম কিস্তি ও ২য় কিস্তি দ্বারা প্রকল্প প্রস্তুত প্রসঙ্গে।

৩। বিবিধ

 

১নং আলোচ্য বিষয়ঃ অদ্যকার  সভার সভাপতি কৃষিবিদ নূর মোহাম্মদ রাজা ইউপি চেয়ারম্যান সভাপতির আসন গ্রহন করেন। অতপর অন্যান্য সদস্যদের স্বাগত ও ধন্যবাদ জানিয়ে সভার কার্য শুরু করেন। গত সভার সিদ্ধান্ত সমূহ পাঠ করা হয় উহাতে কারো কোন বিতর্ক না থাকায় তা উপস্থিত সকলের সম্মতিক্রমে অনুমোদিত ও গৃহিত হয়।

২নং আলোচ্য বিষয়ঃ ২নং আলোচনায় সভাপতি সাহেব বলেন যে, ২০২২-২০২৩ অর্থ বছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল এর ১ম কিস্তির বরাদ্দ বাবদ ৬,৫৮,৩০০/-  এবং ২য় কিস্তির বরাদ্দ বাবদ ৮,৩৩,৯০০/- টাকা পাওয়া গিয়াছে। তাই উক্ত অর্থ দিয়ে প্রকল্প প্রস্তুত করা বিশেষ প্রয়োজন। সভাপতি সাহেবের এই প্রস্তাব নিয়ে সভার বিস্তারিত আলোচনা ক্রমে নিম্নের প্রকল্প প্রস্তুত করা হলো।

প্রকল্প- ১ম  কিস্তির বরাদ্দ বাবদ

১। ১নং বেলাইচন্ডি ইউনিয়নের দারিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরন। বরাদ্দের পরিমানঃ ৫,০০,০০০/-

২। ১নং বেলাইচন্ডি ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাঘাচোড়া ঝাউপাড়া বেলালের বাড়ী হইতে নরেশের বাড়ী যাওয়ার প্রধান রাস্তায় কালভার্ট নির্মাণ। বরাদ্দের পরিমানঃ ১,৫৮,৩০০/-

প্রকল্প- ২য়  কিস্তির বরাদ্দ বাবদ

১। ১নং বেলাইচন্ডি ইউনিয়নের দুঃস্থ মহিলাদের স্বাবলম্ভী হওয়ার জন্য শেলাই মেশিন সরবরাহ করন। বরাদ্দের পরিমানঃ ৫,০০,০০০/-

২। ১নং বেলাইচন্ডি ইউনিয়নের বিভিন্ন হাই স্কুলে ছাত্রীদের মাঝে ন্যাপকিন, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, শ্যাম্পু বিতরন। বরাদ্দের পরিমানঃ ১,৬৭,৯০০/-

৩। ১নং বেলাইচন্ডি ইউনিয়নে কৃষকের সুবিধার্থে বিভিন্ন দোলা সংলগ্ন রাস্তার পার্শ্বে ও দুঃস্থদের মাঝে নলকূপ সরবরাহ করন। বরাদ্দের পরিমানঃ ১,৬৬,০০০/-

বিবিধঃ সভাপতি সাহেব পরিষদের আয়-ব্যয় ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলের সু-স্বাস্থ্য ও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।