মে/২০২৩ মাসের সভার সিদ্ধান্ত সমূহ
১। গত মাসের সভার সিদ্ধান্ত সমূহ পঠন ও অনুমোদন।
২। ২০২২-২০২৩ অর্থ বছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের ১ম কিস্তি ও ২য় কিস্তি দ্বারা প্রকল্প প্রস্তুত প্রসঙ্গে।
৩। বিবিধ
১নং আলোচ্য বিষয়ঃ অদ্যকার সভার সভাপতি কৃষিবিদ নূর মোহাম্মদ রাজা ইউপি চেয়ারম্যান সভাপতির আসন গ্রহন করেন। অতপর অন্যান্য সদস্যদের স্বাগত ও ধন্যবাদ জানিয়ে সভার কার্য শুরু করেন। গত সভার সিদ্ধান্ত সমূহ পাঠ করা হয় উহাতে কারো কোন বিতর্ক না থাকায় তা উপস্থিত সকলের সম্মতিক্রমে অনুমোদিত ও গৃহিত হয়।
২নং আলোচ্য বিষয়ঃ ২নং আলোচনায় সভাপতি সাহেব বলেন যে, ২০২২-২০২৩ অর্থ বছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল এর ১ম কিস্তির বরাদ্দ বাবদ ৬,৫৮,৩০০/- এবং ২য় কিস্তির বরাদ্দ বাবদ ৮,৩৩,৯০০/- টাকা পাওয়া গিয়াছে। তাই উক্ত অর্থ দিয়ে প্রকল্প প্রস্তুত করা বিশেষ প্রয়োজন। সভাপতি সাহেবের এই প্রস্তাব নিয়ে সভার বিস্তারিত আলোচনা ক্রমে নিম্নের প্রকল্প প্রস্তুত করা হলো।
প্রকল্প- ১ম কিস্তির বরাদ্দ বাবদ
১। ১নং বেলাইচন্ডি ইউনিয়নের দারিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরন। বরাদ্দের পরিমানঃ ৫,০০,০০০/-
২। ১নং বেলাইচন্ডি ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাঘাচোড়া ঝাউপাড়া বেলালের বাড়ী হইতে নরেশের বাড়ী যাওয়ার প্রধান রাস্তায় কালভার্ট নির্মাণ। বরাদ্দের পরিমানঃ ১,৫৮,৩০০/-
প্রকল্প- ২য় কিস্তির বরাদ্দ বাবদ
১। ১নং বেলাইচন্ডি ইউনিয়নের দুঃস্থ মহিলাদের স্বাবলম্ভী হওয়ার জন্য শেলাই মেশিন সরবরাহ করন। বরাদ্দের পরিমানঃ ৫,০০,০০০/-
২। ১নং বেলাইচন্ডি ইউনিয়নের বিভিন্ন হাই স্কুলে ছাত্রীদের মাঝে ন্যাপকিন, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, শ্যাম্পু বিতরন। বরাদ্দের পরিমানঃ ১,৬৭,৯০০/-
৩। ১নং বেলাইচন্ডি ইউনিয়নে কৃষকের সুবিধার্থে বিভিন্ন দোলা সংলগ্ন রাস্তার পার্শ্বে ও দুঃস্থদের মাঝে নলকূপ সরবরাহ করন। বরাদ্দের পরিমানঃ ১,৬৬,০০০/-
বিবিধঃ সভাপতি সাহেব পরিষদের আয়-ব্যয় ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলের সু-স্বাস্থ্য ও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস