১নং বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদ এর মাঝ দিয়ে বয়ে গেছে ৪টি নদী। নদীগুলো হলোঃ করতোয়া,আত্রাই,খরখরিয়া ও ছোট পদ্মা। এছাড়াও রয়েছে প্রায় ২৫টি বিল।যার নামগুলো অত্যন্ত চমৎকার। যেমনঃ বখতিয়ার বিল, নীলপুকুর বিল, ফুলবাবড়িয়া বীল, নয়মোল্লা বিল, ধুলডাং বিল, কোদালধোয়া বিল, সোনাপুকুর বিল, কালাহার বিল, খয়াপুকুর বিল, বাদ দিঘি বিল, মলাম পুকুর বিল, বেধ পুকুর বিল, হাসরাঙ্গা বিল, বামন পুকুর বিল, এছাড়াও রয়েছে গলাকাটা, নিলজি, উছুল পুকুর, বালার খাল ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস