বেলাইচন্ডি ইউনিয়নের পশ্চিমে চিরিরবন্দর উপজেলা, পূর্বে বদরগজ্ঞ উপজেলা, উত্তরে সৈয়দপুর উপজেলা. দক্ষিনে পার্বতীপুর উপজেলা। অত্র ইউনিয়নে ধান, পাঠ, গম, ভুট্টা, আলু এবং অন্যান্য সবজি চাষাবাদ করা হয়। এই ইউনিয়নের ৭০ ভাগ জনগন কৃষিজীবি। ইউনিয়নের মধ্য দিয়ে রেলপথ এবং সড়কপথে দেশের সকল স্থানে যাতায়াত করা হয়। ইউনিয়নের মধ্য দিয়ে খড়খড়িয়া নদী প্রবাহিত।
ইউনিয়নের উল্লেখযোগ্য হটি বাজার তিনটি রহিয়াছে।
১। বেনীরহাট
২। গোপালগঞ্জ হাট
৩। চাকলা হাট
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS