১নং বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদের টিসিবির কার্ডধারী জনসাধারনের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, ১,২,৩ নং ওয়ার্ডের মেয়াদ উত্তীন্ন টিসিবি কার্ড আগামী ১১/১১/২০২৩খ্রি. রোজ শনিবার ৪,৫,৬ নং ওয়ার্ডের মেয়াদ উত্তীন্ন টিসিবি কার্ড আগামী ১২/১১/২০২৩খ্রি. রোজ রবিবার এবং ৭,৮,৯ নং ওয়ার্ডের মেয়াদ উত্তীন্ন টিসিবি কার্ড আগামী ১৩/১১/২০২৩খ্রি. রোজ রবিবার সকাল ১০.০০ ঘটিকায় বেনীরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমাদানের জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।
বিঃদ্রঃ ১। কার্ডধারীগনদের পুরাতন কার্ড জমা গ্রহণ পূর্বক ধারাবাহিক টিসিবি পণ্য গ্রহনের নিমিত্তে নতুন কার্ড প্রদান করা হইবে।
২। টিসিবির মূল কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে ( কোনরকম ফটোকপি করা কার্ড গ্রহণ যোগ্য নহে)।
৩। কার্ডধারীর জাতীয় পরিচয় পত্রের ১কপি ফটোকপি সাথে নিয়ে আসতে হবে।
৪। কার্ডধারীর রঙ্গিন পাসপোর্ট সাইজ ২ কপি ছবি সাথে নিয়ে আসতে হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS